1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মিনি পাইপ লাইন’র উদ্বোধন মিঠাপুকুরে মাদ্রাসার সুপারকে অবরুদ্ধ, অর্ধ কোটি টাকার প্রতারণার অভিযোগ মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় দেয়াল ধসে শিশু নিহত, আহত ১ কয়রায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামি আটক কমলনগরে জুলাই যোদ্ধা আল মাহমুদ ওমর ও আইমান তাকিবের উপর পরিকল্পিত হামলা চুয়াডাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালিতে এসে ট্রাক্টর নষ্ট, ব্যবসায়ীকে কুপিয়ে জখম পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদত্যাগ কালাইয়ে চায়না জালের বিরুদ্ধে অভিযান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কয়রা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কমলনগরে জুলাই যোদ্ধা আল মাহমুদ ওমর ও আইমান তাকিবের উপর পরিকল্পিত হামলা

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

‎লক্ষ্মীপুর কমলনগরে আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের রি-ইউনিয়নের তুচ্ছ ঘটনার জেরে জুলাই যোদ্ধা আল মাহমুদ ওমর ও আইমান তাকিবের উপর ছাত্রলীগ ট্যাগ বসিয়ে পুর্ব পরিকল্পিত হামলা চালানো হয়।

গত কিছু দিন পুর্বে ঈদুল আযহার তৃতীয় দিন হাজিরহাট বাজার তাল্পট্রি রোডে অবস্থিত আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের ছাত্র-ছাত্রীদের রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়। আইয়ুব আলী যে কোন সময় ওমর এবং আইমান এর সামনে আসলেই সিনিয়র হিসেবে কেন চেয়ার থেকে উঠে সালাম দেয়না এ নিয়ে বিভিন্ন সময় উভয়ের মধ্যে বিতর্ক হয়। মুলত এখান থেকেই ঘটনার সুত্রপাত। ঈদের তৃতীয় দিন ০৯ তারিখ স্কুলের রি-ইউনিয়নের অনুষ্ঠান নিয়ে ছাত্র-শিক্ষকদের মাঝে ভুল বুঝাবুঝিতে সোস্যাল মিডিয়ায় লেখালেখি হয়।। একই দিন সোস্যাল মিডিয়ার মাধ্যমে আইয়ুব আলী সহ কয়েকজন বলে সেয়ার করা পোস্ট ডিলেট না করলে সময় মতো হাত-পা গুড়িয়ে দিবে বলে আল মাহমুদ ওমরকে হুমকি দেয়।

এই ঘটনার জেরে গত ০৫/০৭/২৫ ইং মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিছিল শেষে জামাতের হাজিরহাট বাজার সভাপতি আয়ুব আলী বিক্রমপুর ক্রোকারিজ এর সামনে জুলাই যোদ্ধা আল মাহমুদ ওমর ও আইমান তাকিবের ব্যাক্তিগত কথাকে নিজের গায়ে টেনে নিয়ে তাদেরকে ডেকে কোন প্রকার কথা ছাড়াই প্রথমে ওমরকে স্ব-জোরে ঘুষি মারে তাকে থামাতে গেলে আইমনকেও ঘুষি মারে। এ নিয়ে তিনজনের মধ্যে হাতা হাতি হলে উপস্থিত লোকজন এসে ছাড়িয়ে দেয়। ঘটনার ৫/৬ মিনিট পর বাসার উদ্দ্যেশ্যে ওমর ও আইমান চলে যাওয়ার সময় সিটি বেকারির সামনে আসলেই হাওলাদার ডেন্টাল কেয়ারের ইউনুস এবং তার ভাই আয়ুব আলীর নেতৃত্বে ১০/১৫ জনের সঙ্গবদ্ধ গ্রুপ মিলে দুজনের উপর অতর্কিত হামলা করে দফায় দফায় মারধর করে জায়েদ টেলিমিডিয়া নামীয় একটি ঘরের ভিতরে আটকায় যার ভিডিও চিত্র সোস্যাল মিডিয়ায় আলোচিত। ঘরের ভিতরে রেখে ইউনুস ও আয়ুব আলী সহকর্মীদের নিয়ে ২/৩ বার আইমানের কণ্ঠনালী চেপে ধরে এবং আল মাহমুদ ওমরকে ধারালো ব্লেট দিয়ে গলা কাটতে গেলে ওমর পেছনে সরে গেলে বুকের মধ্যে কেটে যায়।

ঘটনাটি অনেক দূর গড়িয়ে গেলে সামলাতে না পেরে জামায়েতকে জড়িয়ে সন্ত্রাসী হামলার অজুহাতে তাদের দুজনের উপর ছাত্রলীগ ট্যাগ বসিয়ে থানায় হস্তান্তর করা হয়।।

উল্লেখ্য হামলার সিকার হওয়া দুইজনের মধ্যে আল মাহমুদ ওমর স্থানীয় বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক, সিনিয়র সাংবাদিক,উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি এবং অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী জগবন্ধু মাতাব্বর পরিবারের সদস্য আনোয়ার হোসেন মাতাব্বর এর বড় ছেলে এবং আইমান তাকিব উপজেলা মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি উম্মেকুলছুম ও ডা:মাহমুদ এর ছোট ছেলে।

‎এদিকে আইমান তাকিবের মা সাবেক মহিলা জামায়াতে সেক্রেটারি উম্মে কুলছুম বলেন, আমি গত ১৮বছর থেকে মহিলা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রায় এক বছর জেল খেটেছি। যে দলের জন্য বহু ত্যাগ স্বীকার করেছি। ওই দল এখন আমার ছেলেকে ছাত্রলীগ বানিয়ে পুলিশে দেয়। এছাড়াও রাতভর অনেক নাটকের পর আমি যেন এ বিষয়ে কোন বাড়াবাড়ি করতে না পারি তার জন্য মুচলেকা নিয়ে আমার ছেলেকে মুক্তি দেয়।

‎এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের বিভিন্ন পত্রিকা সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, দু’পক্ষই আমাদের লোক। পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি। আর এ বিষয়টি আমরা বসে সমাধান করার চেষ্টা করছি। যার পুরোটাই ভিন্ন চিত্র। আইমান তাকিব ছাত্র শিবির করতো কিন্তু এখন সংগঠন থেকে বিরত আছে। এ ছাড়া আল মাহমুদ ওমর জুলাই আন্দোলন ছাড়া কোন সংগঠনের সাথেই যুক্ত ছিলোনা।

এ ব্যাপারে আল মাহমুদ ওমরের পিতা সাংবাদিক আনোয়ার হোসেন মাতাব্বর বলেন,মধ্যযুগীয় কায়দায় যেভাবে আমার ছেলেকে দফায় দফায় মারধর করেছে সদ্য ঘটে যাওয়া ২৪ এর গণ-আন্দোলনও হার মানবে। ভিডিওতে অনেককেই দেখা যায়,যারা বিগত দিনে ছাত্রলীগের রাজনীতিতে ছিল।। আমার ছেলে ছাত্রলীগ হলে যাদের এখন লালন করছে তারা কি? আমার ছেলে এমন জঘন্য কি অন্যায় করেছিল যে তাকে ছাত্রলীগ সন্ত্রাসী ট্যাগ দিয়ে এভাবে মেরে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়,জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা ছেলেদের যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেশবাসীর নিকট জবাব চাই?
“ওরা যেভাবে ছিল,সে ভাবেই থাকবে পাল্টাবেনা কখনো, এই বাংলাদেশে জনগণের নিরাপত্তা থাকুক বা নাই থাকুক কিছুই যায় আসেনা। বিভিন্ন মাধ্যমে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে। দেশে একটা গজব নাজিল হইছে,দলের সাইনবোর্ড লাগিয়ে যার মনে যা চায় তাই করছে! কার কাছে মানুষ বিচার চাইবো—— কান্নায় ভেঙ্গে পড়েন ।

‎কমলমগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জামায়াতের মিছিল শেষে দু’পক্ষের মারামারির ঘটনায় পরিস্থিতি সামাল দিতে দুই জন কে আটক করা হয়। পরে রাতেই জামায়াতের লোকজন এসে তাদের ছাড়িয়ে নেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com