খুলনার কয়রায় জুলাইসহ সকল গণহত্যার বিচার আওয়ামী কর্তৃক স্ব সহিংসু কর্মকান্ডের প্রতিবাদের সাধারণ জনতার ব্যানারে মশাল ও লীগডাউন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮ঃ০০ টায় খুলনার উপজেলা কয়রায় উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কয়রা বাজার প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
জানা গেছে মশাল মিছিলটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা বাজারের তিন রাস্তার মোড়ে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা বৈষম্য বিরোধী নেতা মির্জা গালিব, কয়রা উপজেলা এনসিবি নেতা অ্যাডভোকেট আবুবক্কার সিদ্দিক, এবং জানা গেছে, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কয়রা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বাইজিদ হোসাইন, ছাত্রনেতা আসলাম হোসেন সহ জনসাধারণ।
এ সময় বক্তারা তাদের বক্তব্য জুলাইসহ সকল গণহত্যার বিচার,জুলাই সনদ বাস্তবায়ন এবং পতিত আওয়ামী লীগ কর্তৃক সহিংসু কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া আওয়ামী সন্ত্রাসীদের সকল অবতারপরতা রুখে দেওয়ার জন্য দেশবাসীকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।