প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির (সিএসএমসি) সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সমন্বয় সভাটি আয়োজিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস -এর ‘প্রস্তুতি’ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও দুর্যোগকালীন সময়ে সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মূল বিষয়ের উপর বিশদ আলোচনা উপস্থাপন করেন জেজেএস-এর প্রস্তুতি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মহিমা আক্তার। তিনি আশ্রয়কেন্দ্রের অবকাঠামো, জরুরি সরঞ্জাম এবং দুর্যোগকালীন পরিচালনার ক্ষেত্রে সিএসএমসি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।এতে আরও বক্তব্য রাখেন:
প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র মন্ডল,মহিলা ইউপি সদস্য মুর্শিদা খাতুন,স্বেচ্ছাসেবক নেতা মিজানুর রহমান লিটন,ফরহাদ হোসেন, আশিকুজ্জামান আশিক, গাজী গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম ও আমেনা খাতুন প্রমুখ।বক্তারা দুর্যোগের সময় জনগণের জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্রিয় ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়ানোর তাগিদ দেন। সভায় সংশ্লিষ্ট আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।