খুলনার কয়রায় ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রইজ উদ্দিন ঢালী রবিবার (২০ এপ্রিল) সকাল দশটায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রইজ উদ্দিন জানান, তার রেকর্ডীয় জমির কিছু অংশ প্রতিবেশী মুন্নী বেগম ও তার লোকজন জোরপূর্বক দখল করে নিয়েছে এবং আরও দখলের চেষ্টা করছে। তিনি জানান, মুন্নী বেগমের বাড়ির যাতায়াতের জন্য তিনি স্বেচ্ছায় জমি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা সেই সুযোগে তার অন্যান্য জমিও দখলের চেষ্টা করলে তিনি বাধা দেন।
অভিযোগে তিনি আরও বলেন, বাধা দেওয়ায় মুন্নী বেগম ও তার পরিবারের সদস্যরা তাকে হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে তার পক্ষেই আদালতে প্রতিবেদন দাখিল করে। তবে, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাকে প্রতিনিয়ত ক্ষতি ও মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিচ্ছে এবং জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে রইজ উদ্দিন উল্লেখ করেন যে, ন্যায়বিচার চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তার পক্ষে রায় আসার পরেও দখলদাররা থামছে না। এমতাবস্থায়, তিনি তার সম্পত্তির সুরক্ষা এবং হয়রানি থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।