1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জে ছাত্রদলের উদ্যেগে দোয়াও আলোচনা সভা সম্পন্ন রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ লন্ডন থেকে ফেরার পরে আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেএীবৃন্দ গাইবান্ধা -২ এর সাবেক এমপি সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার নিয়ামতপুরে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ যশোরের আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র প্রতারণা মামলায় পলাশের সাজা লালমোহনে অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে অটোচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক শিক্ষার্থীদের সাড়ে ৫ ঘণ্টা অবরোধ জমির জন্য চাচাকে হত্যার চেষ্টা দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ আটকা পড়েছে ঢাকা গামী ৩ টি ট্রেন

কয়রায় শেখের কোনা হলদিবুনিয়া ও কোদালকাটা খাল খনন সমাপ্ত

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের শেখের কোনা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হলদিবুনিয়া ও কোদালকাটা খালের পুনঃখনন কাজ। গত ২৫ মার্চ ২০২৫ তারিখে এই খনন কাজ সম্পন্ন হওয়ার পর, মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
১.৭ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে পলি জমে খাল দুটি নাব্যতা হারিয়ে ফেলেছিল, যার ফলে বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দিত এবং কৃষি উৎপাদন ব্যাহত হতো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই খাল দুটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। তিনি বলেন, “এই খাল পুনঃখননের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং এই খাল পুনঃখনন তারই একটি অংশ।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ-আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, ইউআরডিও প্রকাশ মল্লিক, ইউএভিডিও ওয়াহিদুল ইসলাম, ভিএস ডাঃ শ্তভ বিশ্বাস, ইউএইও মোঃ গোলাম হোসেন। এছাড়াও নবপল্লব সিএন আর এস এর ফিল্ড ম্যানেজার মুশতাক মাহমুদ ও ইসিএ কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার বলেন, “খালটি পুনঃখননের ফলে মাছের চাষ বৃদ্ধি পাবে এবং স্থানীয় জেলেদের জীবনযাত্রার মান উন্নত হবে।” অন্যান্য অতিথিরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর সুফল এলাকাবাসী খুব শীঘ্রই পাবে বলে আশা প্রকাশ করেন।উল্লেখ্য, খালটি পুনঃখননে প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে ২০,০২,৫২৫ টাকা এবং এটি বাস্তবায়ন করেছে নবপল্লব প্রকল্প (সিএন আর এস), কয়রা, খুলনা নামক একটি স্থানীয় সংস্থা। স্থানীয়রা এই খাল পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস্তবায়নকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এই খালটি নিয়মিত পরিচর্যা করা হবে এবং এর সুফল তারা দীর্ঘকাল ধরে ভোগ করতে পারবেন।এই খাল পুনঃখননের মাধ্যমে মহেশ্বরীপুর ইউনিয়নের শেখের কোনা এলাকার মানুষ একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com