অবিলম্বে ভাসানচরসহ সন্দ্বীপের ৬০ মৌজা সন্দ্বীপকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় সন্দ্বীপের চার লক্ষ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির ও সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলা উদ্দীন সিকদার। ১২ এপ্রিল (শনিবার) সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবু তাহের এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী,উত্তরজেলা সেক্রেটারী আবদুল জব্বার,চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম রনি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম চৌধুরী প্রমুখ।