পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের অপরাধে মো. সিরাজ খাঁ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। আজ রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর চৌকস টিম। ইউএনও ইয়াসিন সাদেক জানান, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”