পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, দালালি, ভুয়া মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেলে চান্দুপাড়া আবাসন এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নামের দুই ব্যক্তি জমির মালিকদের অধিগ্রহণের টাকা উত্তোলনে নানা কৌশলে টাকা আত্মসাৎ করে আসছেন। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, ভুয়া মামলা ও জাল কাগজপত্র দেখিয়ে হয়রানি করছেন।
স্থানীয় বাসিন্দা মজিবুর হাওলাদার জানান, অধিগ্রহণকৃত জমির বাজারমূল্যের ১৫ শতাংশ হিসেবে নির্ধারিত ১৩.৫ লাখ টাকার মধ্যে মাত্র ২.০৫ লাখ টাকা আদায় করতে পেরেছেন তারা, বাকি টাকা ওই চক্রের হাতে চলে গেছে। তিনি অবিলম্বে শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মো. শাহাদাত তালুকদার জানান, “আমি তাদের হয়ে মামলা পরিচালনা করেছি, এতে আমার ব্যক্তিগত খরচ হয়েছে। সেই টাকা চাইতেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”