1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‎ফুলবাড়ী বড়ভিটা ইউপি চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড, বঞ্চিত গরিবরা, তালিকায় সচ্ছলরা ট্রলি ব্যাগে গাঁজাসহ আটক ২; দেখে মনে হবে নতুন বউ বেড়াতে যাচ্ছে তজুমদ্দিনের শিশু শিক্ষার্থী মারিয়া কাকতালীয়ভাবে উধাও, চার দিনপরেও খোজ মেলেনি রাকসু নির্বাচনের এক দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি রাজনীতি এক কঠিন পথ জনগণের সাথে আপনার সম্পর্ক জন ভাবনা বুঝার সক্ষমতা মানিকগঞ্জে এনজিওর নামে কোটি টাকার প্রতারণা: গ্রাহকের টাকা নিয়ে উধাও ৪ কর্মকর্তা ঝিনাইগাতীর তিনানী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান সোনাগাজীতে সোসাইটি ফর হিউম্যান রাইটস এণ্ড এডুকেশনের উপজেলা কমিটির পরিচয় পত্র প্রদান ও পরিচিতি সভা “নারায় তাকবীর আল্লাহু আকবার” এই শ্লোগান দিলে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে : সমীরণ সামাদ্দার বিউটি অফ ঝিনাইগাতী গ্রুপের উদ্যোগে জুলাই স্মৃতি স্মরণে চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান

কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, দালালি, ভুয়া মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেলে চান্দুপাড়া আবাসন এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোসাঃ মনিরা বেগম, তাঁর ছেলে মোঃ এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল তালুকদার, আবুল সালাম হাওলাদার, আফজাল হোসেন, মজিবুর হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নামের দুই ব্যক্তি জমির মালিকদের অধিগ্রহণের টাকা উত্তোলনে নানা কৌশলে টাকা আত্মসাৎ করে আসছেন। তারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, ভুয়া মামলা ও জাল কাগজপত্র দেখিয়ে হয়রানি করছেন।
স্থানীয় বাসিন্দা মজিবুর হাওলাদার জানান, অধিগ্রহণকৃত জমির বাজারমূল্যের ১৫ শতাংশ হিসেবে নির্ধারিত ১৩.৫ লাখ টাকার মধ্যে মাত্র ২.০৫ লাখ টাকা আদায় করতে পেরেছেন তারা, বাকি টাকা ওই চক্রের হাতে চলে গেছে। তিনি অবিলম্বে শাহাদাত ও মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মো. শাহাদাত তালুকদার জানান, “আমি তাদের হয়ে মামলা পরিচালনা করেছি, এতে আমার ব্যক্তিগত খরচ হয়েছে। সেই টাকা চাইতেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com