পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে এডিস মশার বিস্তার ঠেকাতে নিজের হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
বুধবার (৩০ জুলাই) সকালে কলাপাড়া পৌর শহরের দুর্গন্ধময় ময়লার ভাগারে গিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কার ও এডিস মশার আবাসস্থল ধ্বংস করেন তিনি। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীরাও দিনভর শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
পৌরসভার উদ্যোগে বিশেষ এই অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এই ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।