পটুয়াখালীখাদেমুল র কলাপাড়া পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাতটায় পৌর শহরের ওয়েলমিল মসজিদ সংলগ্ন সোসাইটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল হক মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক স্বজল বিশ্বাস, কলাপাড়া মহিলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব এবং ৬ নং ওয়ার্ড বিএনপি সদস্য সৈয়দ মোঃ রাসেল প্রমুখ।
ছায় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ রতন।
এ সময় নেতৃবৃন্দসহ বক্তারা বলেন, দলীয় ঐক্য সুদৃঢ় করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।