বৃহস্পতিবার ১০ জুলাই, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি–এর দিকনির্দেশনায় গয়রা বাজার এলাকায় পরিচালিত হয় এই বিশেষ টাস্কফোর্স অভিযান।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিক্রি করছে সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ। এ তথ্যের ভিত্তিতেই যৌথভাবে অভিযান চালায় বিজিবি, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক মোঃ বাশারাফ হোসেন এবং পুলিশের ৫ সদস্যসহ ১৫ জন বিজিবি সদস্য।
অভিযানে ‘মেসার্স রাসেল ফার্মেসী’ থেকে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। ফলে দোকানের মালিক মোঃ কবিরুল ইসলামকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবির এমন উদ্যোগে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।