সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে
এক কেজি গাঁ-জাসহ কবিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যাবসায়ী কবিরুল সোনাবাড়ীয়া বাজারের একটি চায়ের দোকানদার ও উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের জাফর আলী গাজীর ছেলে।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাছির উদ্দীন জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া বাজারে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিক কবিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান তল্লাশি করে এক কেজি গাঁ-জা উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে এক কেজি গাঁ-জাসহ (আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা)
কবিরুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীকে বুধবার (৬আগষ্ট) আদালতে প্রেরণ করা হবে।