1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ, দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি বর্তমান সময় শিশুর জ্বর চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু কীভাবে বুঝবেন আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ডিমলায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁয় পৃথক নির্বাচন ব্যবস্থার ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মানববন্ধন সোনাগাজী সরকারী ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসুচি পালন লালপুরে মাদকে সয়লাব চলছে রমরমা ব্যবসা জামালপুর মাদারগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা সাঁতারে ঢাবির তারকা রামপালের সন্তান শেখ জামিল, পাঁচ ইভেন্টেই প্রথম কী এই পিআর নির্বাচন পদ্ধতি

কলারোয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়তের মনোনীত এম পি প্রার্থীর মতবিনিময় সভা

আলম হোসেন কলারোয়া ব্যুরো,
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামি নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এ জনপদের সকল মত ও পথের মানুষের সাথে একসাথে চলতে চাই। আপনি যে দল ও মতের হোন না কেন-মিল আমাদের এক জায়গায়। আমরা সকলেই কলারোয়ার মানুষ। আমরা সবাই মিলে কলারোয়াকে গড়তে চাই।
শনিবার (৫ জুলাই) বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ সম্মেলন কক্ষে উপজেলা জামায়াত আয়োজিত কলারোয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।
রাজনৈতিক দল ও সাংবাদিকরা একে ওপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় একই নিউজ অবিকল অনেক পত্রিকায় চলে আসে। সেটা না করে যাচাই বাছাই করে দেখুন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের সাথে পরিচিত হতেই এখানে এসেছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করি।
তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে এখানে (তালা-কলারোয়া) নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে আমি পাশ করি আর না করি- আমাকে এ ময়দানে থাকতেই হবে। যদি মানুষ আমাকে সমর্থন করেন, আমি বেশি কাজ করতে পারব। কেননা, দায়িত্বে আসলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আজ আমি পরস্পরকে চিনতে ও জানতে এসেছি। এসেছি সম্পর্কের উন্নয়ন ঘটাতে।
তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটি দূরীকরণের জন্য আপনারা এ সমস্যা সংবাদপত্রে তুলে ধরুন। কেননা, মিডিয়া একটি বিরাট শক্তি। সেই সাথে তালা-কলারোয়ার গ্রামের রাস্তাঘাটের খারাপ অবস্থাও তুলে ধরুন সংবাদ মাধ্যমে। আপনাদের এই সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরে আসবে।
সাংবাদিকদের সাথে হওয়া এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনি, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আহম্মদ আলি, হাফিজুর রহমান প্রমুখ।
কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক ত্ওফিকুর রহমান( সনজু), সাংবাদিক   মোঃ জুলফিক্কারুজ্জামান (জিল্লু) মোঃ সাজেদ আলী, মোঃ আরিফ মাহমুদ,মোঃ আতাউর রহমান,রিপোর্ঠার্স ক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, মোঃ মোস্তফা হোসেন বাবলু, মাওঃ মোঃ আসাদুজ্জামান ফারুকী, মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), মোঃ তাজউদ্দীন আহমেদ (রিপন), মোঃ গোলাম রসুল, রেজওনুল ইসলাম, এস এম ফারুক হোসেন।
এ ছাড়াও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সোহাগ,  আলম হোসেন , সোহাগ মেহেদী সহ কলারোয়া প্রতিদিন ও কলারোয়া নিউজের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও সাংবাদিক আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com