1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষা শুরু পাহাড়গাঁও সমাজকল্যাণ পাঠাগারের কার্যকরি অফিস উদ্বোধন টঙ্গীবাড়ীতে প্রকাশ্যে কাটা হচ্ছে ফসলি জমিন বাধা নেই প্রশাসনের নেত্রকোনায় শিশু ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা ব্রিজের উপর রড বোঝাই ট্রাক উল্টে দীর্ঘ যানজট মুন্সিগঞ্জের গজরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী সৈয়দ হাসানুর রহমানের জন্মদিন আজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ মঠবাড়িয়া নিউ মার্কেট খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পদুয়া বসাক পাড়ায় গীতাযজ্ঞ ও মহতী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত

কলেজ শিক্ষিকা তাবাসসুম রায়হান মোস্তাজির তামান্না নিজ নামীয় সম্পত্তিতে জোরপূর্বক পেশী শক্তি খাটিয়ে প্রতিবন্ধী স্কুলের খেলার মাঠ নির্মাণ

শাহজাহান সুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শ্রীখাতা মৌজার পৈত্রিক সূত্রের প্রাপ্ত হইয়া নামজারিক হারিস করিয়া নিজ নামে খারিজ নামজারী সম্পত্তি। শিক্ষিকা কলেজ শিক্ষিকার জমি জোর দখলের অভিযোগ তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না, পিতা- মৃত বজলে রহমান মুসতাযীর, মুসতাযীর-বাগ, গ্রাম- কাশীরাম, পোষ্ট-কালীগঞ্জ-৫৫২০, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি কালীগঞ্জ থানাধীন শ্রীখাতা মৌজায় ৪৭ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন হইতে নিজ দখলে চাষাবাদসহ শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত জমি ভোগ দখল করা অবস্থায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর ছোট ভাই বিবাদী ১। মোঃ সামসুজ্জামান আহমেদ ভুট্টা (৫৫), পিতা- মৃত আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ, সাং-

কাশীরাম, ২নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট ও তার সহযোগি অপর বিবাদী ২। মোঃ মৃদুল মিয়া (৪৬), পিতা- মৃত আফসার আলী, ৩। মোঃ দুলু মিয়া (৩০), ৪। মোঃ আলামিন (২৫), উভয় পিতা- মোঃ শাহাজাদ, সর্ব সাং- কাশীরাম, ২নং ওয়ার্ড, থানা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটগন উক্ত জমির মধ্যে দেড় শতক জমির মালিকানা দাবীসহ জবর দখল করার পায়তাড়া করিলে, বিবাদীগনের সহিত আমার বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের কারণে উপরোক্ত বিবাদীগন প্রায় সময় বলে যে, আমার উক্ত জমির ০৬টি সীমানা পিলার উপরাইয়া ফেলিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া আসিতেছে। এমতাবস্থায় ইং- ২১/০৮/২০২৪ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় শ্রীখাতা মৌজাস্থ আমার ভোগ দখলীয় জমির পাশে পাকা রাস্তার উপর বিবাদীগনের সহিত আমার দেখা হইলে, বিাদীগন

উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি উহার প্রতিবাদ করিলে, বিবাদীগন আমার সহিত কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাক্ষী ১। মোঃ শফিকুল ইসলাম (৪৩), পিতা- মোঃ আক্কাছ আলী, সাং- তুষভান্ডার, ২। মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- অজ্ঞাত, ৩। মোঃ রেজাউল (৪০), পিতা- মোঃ সোলেমান, ৪। মোঃ আলমগীর হোসেন (৩৮), পিতা-অজ্ঞাত, সর্ব সাং- শ্রীখাতা দামুদর, থানা- কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটগন সহ আরো অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসা মাত্রই উপরোক্ত বিবাদীগন সাক্ষীগনের উপস্থিতিতে প্রকাশ্যে বলে যে, এরপর আমার উক্ত ৪৭ শতক জমির মধ্যে দেড় শতক জমি জবর দখল করিবে বা জমির ০৬টি সীমানা পিলার উপরাইয়া দিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ শাসন গর্জন করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com