ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইকলিল আজম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহম্মদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইউসুফ, গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লা হেলালী, পৌর জামাতের সেক্রেটারি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা তানভীর ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শহীদুল খাঁ এবং ‘জুলাই আন্দোলনে’ ঢাকায় আহত আল আমিন প্রমুখ।
আলোচনায় বক্তারা ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণ করেন। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থেকে আবু সাঈদ ফ্যাসিবাদী দমননীতির শিকার হয়ে শহীদ হন। তাঁর আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।