ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতের নাম আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সিদ কেটে ঘরের ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।