পিরোজপুরের কাউখালীতে সোমবার (১৩ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে, সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী, তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়া জাহান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সাজেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।