1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে জামায়াত এর গনসংযোগ ও পদসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানায় প্রস্তুতি সভা আয়োজন সাবেক সমন্বয়কদের একাংশের প্যানেল থেকে পদত্যাগ করলেন রাবির অধিকারকর্মী কাউখালীতে গ্রামীন খালে ব্রিজ নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদার নিরুদ্দেশ সোনাগাজী উপজেলা পরিষদে ও ফুলগাজী উপজেলা পরিষদের জামায়াতের প্রার্থীতা ঘোষণা ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য সহ দুই জন মাদক কারবারী হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার তিস্তা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন,ইউএনও সংবাদ দেওয়ায় সংঘর্ষ জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না -মাসুদ সাঈদী পীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়

কাউখালীতে গ্রামীন খালে ব্রিজ নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদার নিরুদ্দেশ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
 পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের জয়কুল খালের উপরে ব্রিজ নির্মাণের নামে বছর ধরে খালে নৌ চলাচল বন্ধ করে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ না করে ফেলে রেখে পালিয়ে যায় ঠিকাদার। যার ফলে জয়কুল খাল দিয়ে অভ্যন্তরীণ নৌপথে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
কাউখালীর চিড়াপাড়া নদীর শাখা জয়কুল খাল। এই খালের দক্ষিণ পাড়ে অবস্থিত দুস্থদেরকে দেওয়া সরকারি আবাসন এবং জাপানি ব্রাক নামে পরিচিত আবাসন। যেখানে প্রায় দেড় শতাধিক ভূমিহীন পরিবারের বসবাস। এই আবাসনের সামনের জয়কুল খাল পার হয়ে এখানকার ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রীরা ও সাধারণ মানুষকে জয়কুল প্রাথমিক বিদ্যালয়,কারিগরি বিদ্যালয়, কাউখালী কলেজ,কাউখালী মহিলা কলেজ,হাসপাতাল, ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,ভূমি অফিস এবং বিভিন্ন হাট-বাজারে যেতে হয়। যে কারণে এই জন গুরুত্বপূর্ণ গ্রামীন খালের উপরে ত্রাণ মন্ত্রণালয় পাকা ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। জনগুরুত্ব বিবেচনা করে ২০২৩-২৪ অর্থবছরে গুরুত্বপূর্ণ দুইটি ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে প্রায় আড়াই কোটি টাকা প্রাকল্পিক মূল্য ধরে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার আলো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম উদ্দিনকে কার্যাদেশ প্রদান করেন। একই প্যাকেজে অন্য ব্রিজটি শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতির সাউদের খালের উপর নির্মাণ কাজ চলমান আছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে কাজ না করে অন্য ঠিকাদারের মাধ্যমে ২০২৪ সালে পাঁকা গার্ডার ব্রীজ নির্মাণ কাজ শুরু করেন। ওই প্রভাবশালী ঠিকাদার কাজ করতে এসে প্রথমে খাল বন্ধ করে দেন এবং সামান্য কাজ করে ব্রিজের কাজ শেষ না করেই পালিয়ে যান।যেকারণে সারা বছর ঐ গ্রামীন খালের নৌ-যোগাযোগ বন্ধ ও পারাপারের জন্য ব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমন ফসলি জমিতে ধানের বীজ পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।কৃষকের উৎপাদিত কৃষি ফসল,ফল,মূল,শাক সবজি সহ অন্যান্য মালামাল নৌ পথে অল্প খরচে হাটে বাজারে কিংবা শহর বন্দরে পরিবহন করতে পারেননা। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই এলাকার কৃষক ও সাধারণ মানুষ।
 অপরদিকে ব্রিজ নির্মাণের স্থান থেকে খালের এপার ওপার পারাপারের জন্য স্কুলের ছাত্র -ছাত্রী, শিশু- বৃদ্ধ,কৃষক-শ্রমিক সকলেই ব্রিজের অভাবে সড়ক পথে চলাচলে চরম ভোগান্তির কারণে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন খাল বন্ধ করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পাশ থেকে বিকল্প খালের তৈরি হয়েছে যা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে আবাসনের বাসিন্দা জয়কুল স্কুল ছাত্র মেহেদী ও কাঠালিয়া স্কুল ছাত্রী লুবনা জানান ব্রিজ না থাকার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। যে কারণে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সমাপ্ত করার জন্য ৫ দফায় চিঠি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com