পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর বারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী ছায়া সমাদ্দার, প্রভাতী মৃধা, ফরিদা আক্তার, শামীমা আক্তার, রেক্সোনা খানম ও রানু বেগমসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।
সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক রবিউল হাসান রবিন, তারিকুল ইসলাম পান্নু, শেখ রিয়াজ আহমেদ নাহিদ, সাইফুল্লাহ মনির, হাফেজ মাসুম বিল্লাহ, রবিউল হাসান মনির, সানমুন খান সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।