পিরোজপুরের কাউখালীতে বুধবার রাতে উপজেলার হরিগুরু চাঁদ মতুয়া আশ্রমের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল সন্ধ্যা কীর্তন, আলোচনা সভা, হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের বিভিন্ন সংগঠনের মতুয়া দল অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করেন হাজারো ভক্তবৃন্দ।
নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন কুমার সিকদার, মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার এবং নবান্ন উৎসব কমিটির আহ্বায়ক সুজন দেউরী।