1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ফুলবাড়ীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উল্লাপাড়ায় বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা পিরোজপুরে জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদের যোগদান কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযান ঝিনাইগাতী গারো পাহাড়ে নারীর লাশ উদ্ধার ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দক্ষিণ মহাসাগরে ৩০টিরও বেশি নতুন সামুদ্রিক প্রজাতি আবিষ্কার

কাউখালীর কৃষকেরা মালটা চাষে ব্যাপক লাভে

কামরুল আহসান (সোহাগ)  
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের কাউখালীতে বারি-১ জাতের মালটার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই বাগানগুলোতে মালটা পরিপক্ক হওয়ায় বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ দেশি মালটার চাহিদা বেশি থাকায় বাগান মালিকেরা ভালো দাম পাচ্ছেন। এক সময় মালটা ফল দুর্লভ হলেও এখন এটি অত্যন্ত জনপ্রিয়। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ এ ফলের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। সবুজ মালটার পাশাপাশি হলুদ মালটা এবং বারোমাসি থাই মালটার দিকেও কৃষকরা ঝুঁকছেন।
উপজেলার সদর ইউনিয়নের দাসের কাঠি গান্ডতা গ্রামের চাষি জিয়াউর রহমান (মীর জিয়া) জানিয়েছেন, তিনি প্রায় দেড় বিঘা জমিতে মালটা চাষ করে লাভবান হয়েছেন। এ বছর প্রায় সাড়ে সাত লাখ (৭,৫০,০০০) টাকার মালটা বিক্রি করেছেন। আরও প্রায় চার লাখ (৪,০০,০০০) টাকার মালটা বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। মীর জিয়া আরও জানিয়েছেন, গত বছর তিনি নয় লাখ (৯,০০,০০০) টাকার মালটা বিক্রি করেছিলেন। বর্তমানে মালটার দাম বেড়ে প্রতি মন মালটা ৪,০০০ থেকে ৪,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মালটা চাষী প্রভাষক ইয়াকুব আলী জানান, মালটা চাষ করলে অন্যান্য ফসলের তুলনায় কয়েকগুণ বেশি লাভ করা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, গত কয়েক বছর ধরে মালটা বিক্রি করে উপজেলার চাষিরা লাভবান হয়েছেন। এই অঞ্চলের মাটি মালটা চাষের জন্য উপযোগী। উপজেলা কৃষি অফিসার সোমরাণী দাস জানান, এলাকার মাটির গুণাগুণ ভাল হওয়ায় মালটা চাষ উপযোগী। গত বছর কাউখালীতে ২৬৫ মেট্রিক টন মালটা উৎপাদন হয়েছে। মালটা কৃষকরা প্রায় ২ কোটি ৩০ লক্ষ (২,৩০,০০,০০০) টাকার মালটা বিক্রি করেছেন। আশা করা যায়, এবার কৃষকরা প্রায় ৩ কোটি (৩,০০,০০,০০০) টাকার মালটা বিক্রি করতে পারবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com