ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো.শাহআলম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার ও শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা প্রমুখ।
সভার পুর্বে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।