1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুইজন শিক্ষক ও একজন অফিস সহকারীর বিদায় সংবর্ধনা দেশের জন্য খালেদা জিয়ার সুস্থ হওয়া প্রয়োজন মাগুরার শালিখাতে ভ্যান চালকদের রাস্তা অবরোধ ময়মনসিংহে নব-নিযুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামীলীগ সরকার দায়ী কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতখানের হাফিজ সেনা পরিষদ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন,পরীক্ষা বন্ধ,অভিভাবকরা উদ্বিগ্ন চেক জালিয়াতির মামলায় রৌমারীতে আব্দুল মান্নান গ্রেফতার ময়মনসিংহে সাংবাদিকদের সাথে এসপি ও ডিসির মতবিনিময়

কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

মোঃ মাহিন খান 
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
  ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পৃথক দুটি স্থানে দোয়া, মিলাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নবেম্বর) জোহরের নামাজের পর আমুয়া ছোনাউটা দরবার শরীফে মুসলমান ধর্মাবলম্বীদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। একইদিন রাত সাড়ে আটটার দিকে আওরাবুনিয়া উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীরা আলাদা ভাবে বিশেষ প্রার্থনা ও পূজা-অর্চনা করেন।
দুই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
অনুষ্ঠানে গোলাম আজম সৈকত বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অপরিহার্য। তাই আমরা ভিন্ন ধর্ম, ভিন্ন পরিচয় রেখে একসঙ্গে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নিয়েছি। রাজাপুর-কাঠালিয়ার মানুষ সবসময় মিলেমিশে থেকেছে, এই সৌহার্দ ও ঐক্য ধরে রাখা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“দোয়া, প্রার্থনা এবং মানবিকতা কোনো দলের সীমানায় আটকে থাকে না। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ-ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে পাশে পেলে খালেদা জিয়া আবারও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজ করতে পারবেন।”
আমুয়া ছোনাউটা দরবার শরীফের দোয়া মাহফিলে অংশ নেন আমুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফজলে খোদা সুমন খলিফা, কাঠালিয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, উপজেলা কৃষকদলের সভাপতি মালেক তালুকদার, শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।
একইদিন রাতে আওরাবুনিয়া উত্তর পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি নির্মল দাস। উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম কবির, কাঠালিয়া মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন, রাজাপুর বিএনপি নেতা সৈয়দ আব্দুস শহীদ, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা হালিম সিকদার, আওরাবুনিয়া বিএনপি নেতা আলম সিকদার, ইলিয়াস কাজী, ইউনুস মুন্সী, রিপন সিকদার, রফিক সিকদার, যুবদল সভাপতি নাজমুল হাসান রুবেল, সালাহউদ্দীন রাসেল, শৌলজালিয়া যুবদল সভাপতি কাইউম হাওলাদার, শ্রমিকদল সভাপতি কালাম জমাদ্দার, কৃষকদল সভাপতি আব্দুল বারেক হাওলাদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উভয় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com