ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পুকুরটির মালিক স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রদল নেতা মো. মামুন পোদ্দার। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে কেউ ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন পোদ্দার দীর্ঘদিন ধরে পুকুরটিতে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে এবং তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে মামুন ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরের অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
ক্ষোভ প্রকাশ করে মামুন পোদ্দার বলেন, “এটা শুধু আর্থিক ক্ষতিই নয়, এটি আমার কয়েক বছরের পরিশ্রমের অপচয়। যারা এ কাজ করেছে, তারা একজন মৎস্যচাষির জীবিকার ওপর নির্মম আঘাত করেছে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মামুন পোদ্দার বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানায় অবহিত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।