চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মোঃ আলমাস আলী দীর্ঘদিন ধরে সরিষার তেল কাঠের ঘানির মাধ্যমে উৎপাদন (বা মাড়াই) এবং বিপণন করে আসছেন। এতদিন তিনি গরু দিয়ে ঘানি টেনে তেল উৎপাদন বা মাড়াই করতেন। বর্তমানে পরিবর্তিত হয়ে সে একটি ব্যাটারি চালিত মোটরসাইকেল দিয়ে ঘানি টানার কাজ করছেন। এতে করে তিনি অনেক টাকা সাশ্রয় করতে পারছেন। একটি ঘানি টানার যোগ্য গরুর দাম বর্তমান বাজারে দেড় লক্ষ টাকা। গরুটির পেছনে প্রায় প্রতিদিন দুইশত টাকা খরচ কিনতে হতো। আর এখানে তার ব্যাটারি চালিত মোটর সাইকেল টিতে খরচ হয়েছে ৩, ৫০০ টাকা। এটিতে কোন খরচ নাই বললেই চলে শুধু ব্যাটারি চার্জ দিলেই কয়েকদিন চলে যায়। জনাব আলমাস আলি জানান, আমার তেল উৎপাদনে যে টাকাটা সাশ্রয় হয় তাতে আমি কম দামে ঘানীতে ভাঙ্গা তেল বাজারে বিক্রি করতে পারি এবং মানুষকে ভেজালমুক্ত খাঁটি সরিষার তেল বাজারে সরবরাহ করে থাকি।