মাদারীপুরের কালকিনিতে বহুল আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর ৪টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই রাজন মাহমুদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আতকার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনার তিনদিন পর ৩০ ডিসেম্বর নিহত আকতার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে হত্যা মামলা করেন এবং নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার ৩৪ জনের নামে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজনকে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মুফোঠোনে জানান, কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তারা জামিনে রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও ঘটনাস্থল থেকে আরো দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।