জয়পুরহাটের কালাইয়ে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে “কালাই ইউএনও কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও উদয়পুর ইউনিয়ন দল।
রোমাঞ্চকর এ খেলায় পৌরসভার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু। সহখেলোয়াড় আব্বাসের নিখুঁত পাস থেকে পাওয়া বলটি জালে জড়িয়ে পৌরসভাকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দেন তিনি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামিমা আক্তার জাহান।
টুর্ণামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাবু নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’, আর ‘ম্যান অব দ্য টুর্ণামেন্ট’ নির্বাচিত হন কাজী সেলিম।
এছাড়া গোলাম কিবরিয়া নির্বাচিত হন সেরা গোলরক্ষক হিসেবে।
বিজয়ী কালাই পৌরসভা দলকে ২৫ হাজার টাকা প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়।
অন্যদিকে রানার্স-আপ উদয়পুর ইউনিয়ন দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাট।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।