জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত চায়না জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল ও সড়কের পাশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জালগুলো কালাই উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম। এ সময় মৎস্য অফিসের অফিস সহকারী সোহেল রানা ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”