সাতক্ষীরার কালিগঞ্জ সদরে মৎস্য সেট, দোকান, কাঁচাবাজার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন। ১২নভেম্বর ২০২৫ (বুধবার) সকাল-৮ ঘটিকায় কালিগঞ্জ সদরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, বিএনপি নেতা শেখ হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, কালিগঞ্জ উপজেলা তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য শেখ ইয়াছিন আলী, মনিরুজ্জামান মনি, শেখ আলমগীর কবীর,জেলা তরুন দলের সিনিঃ যুগ্ম সম্পাদকশেখ আব্দুল আলিম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিঃযুগ্ন আহ্বায়ক শফিউল আলম মিলন, সদস্য ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতীর স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সকলকে আহবান জানান।