টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভাবলা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার ভাবলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপি রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় তারা ১০০+ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করেন। রক্ত দানে উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করে থাকে। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার রাসেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন, সহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হোসেন। তাদের সকল সার্বিক সহযোগিতায় সুন্দর ভাবে ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক রুবেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরিদ হোসেনসহ প্রমুখ। ‘স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে ভাবলা স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।