সত্যে তথ্যে সবার আগে এই শ্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক কালের কন্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বর্ষপুর্তি উদযাপন উপলক্ষ্যে র্যালীমকেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাব হলুরুমে কালের কন্ঠের কালিয়াকৈর প্রতিনিধি মাহবুব হাসান মেহেদীর সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চলনায় বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সফলতা কামনা করে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ, কালিয়াকৈর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান,কালিয়াকৈর বিআর ডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন,কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আকরাম হোসেন, বিআরডিবির ভাইসচেয়ারম্যান শফিকুল ইসলাম, কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইনুল সিকদার, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,সহ সাধারন সম্পাদক স¦পন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহালম সিকদার, অর্থসম্পাদক নজরুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন,তথ্য ও গবেষনা সম্পাদক নাসিম কবির রনি,ক্রীড়া সম্পাদক অর্জুন সরকার,পাঠাগার সম্পাদক নাছিম কবির শিমুল,সেমিনার বিষয়ক সম্পাদক তুষার আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন।