মামলার এজাহার সূত্রে জানা যায় , গত ৭ ই সেপ্টেম্বর ২০২৪ , সাংবাদিক পরিচয়ে বাবর আলী উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিকে এসে বাদীর স্ত্রীকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত ও ক্লিনিক বন্ধ করে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চাঁদা দাবী করে । বাদীর স্ত্রী তাদের ক্লিনিক ও নিজেদেরকে রক্ষা করার জন্য আশেপাশের দোকান থেকে চেয়ে এনে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা আসামীর হাতে তুলে দেন । বাকি ৬০ হাজার টাকা চাদার দাবীতে চাপ প্রয়োগ করলে ক্লিনিকের মালিক বাদী মোঃ সোহেল তালুকদার আদালতের সরণাপন্ন হয়ে বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নড়াইল জেলা গোয়েন্দা বিভাগ ( DB ) কে তদন্তের নির্দেশ দেন । পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা ( DB ) দীর্ঘদিন তদন্তের মাধ্যমে কথিত সাংবাদিক বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন । এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কথিত সাংবাদিক বাবর আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন । মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) বাবর আলী আদালতে জামিনের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।