কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম পৌরসভার ওয়ার্ড নং ছয় এ অবস্থিত চর ভেলাকোপা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় আজ মঙ্গলবার সকালে অএ প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অএ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সরকার ও সহকারী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ।এ সময় বক্তারা বলেন, ঢাকায় অবস্থিত মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটেছে যা প্রত্যাশিত নয়, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের উপর এ রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং নিহতদের জন্য তাদের পরিবার ও স্বজনদের সরকারিভাবে শান্তনাস্বরুপ ক্ষতি পুরণে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বক্তব্য শেষে আহতদের সুস্থ কামনা ও নিহতদের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করে অনুষ্ঠান শেষ হয়।