জামালপুর আইনজীবী সমিতি’র সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারী ও জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশের জনগন এখনো নিপীডিত, শোষন-বঞ্চনার শিকার। কুরআনের শাসন ব্যতীত জনগনের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
শনিবার ২৯ মার্চ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর জামায়াতের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের তৈরি সংবিধান দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থায় সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। যারা ক্ষমতায় এসেছে শুধু তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। দূর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তার প্রধান কারণ হলো অসৎ নেতৃত্ব।
আপনারা জানেন, ইতিপূর্বে জামায়াতের দুইজন মন্রী ৩ টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাঁদের নামে এক টাকারও দূর্নীতি কেউ বের করতে পারেনি। তাই দেশে শান্তি প্রতিষ্ঠা ও দূর্নীতিমুক্ত দেশ গঠনে কুরআনের শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের শাসন প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরিষাবাড়ী পৌর শাখা’র ১ নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিলে ওয়ার্ড সেক্রেটারী মমিনুল ইসলাম মিলনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড সভাপতি মাওঃ নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, বায়তুল মাল সম্পাদক আকন্দ মোঃ সিকান্দার আলী, ইসলামী ব্যাংকের অডিট অফিসার ড. মনিরুল ইসলাম, পৌর আমীর গোলাম রব্বানী ও হাফেজ মাওঃ মাহমুদ হোসাইন।