বরকতপূর্ণ পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তরমুজ। এ বছর রোজা শুরুর সঙ্গে সঙ্গেই তরমুজের দামও বাড়ছে। তিন দিনের ব্যবধানে প্রতি কেজি অপরিপক্ক তরমুজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়। অথচ তিন দিন আগে ৫০ – ৫৫ টাকার মধ্যে পাওয়া যেত। ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ।
ইফতারিতে সব শ্রেণীর মানুষ ফল রাখার চেষ্টা করেন ।রোজার কারণে তরমুজের দাম বাড়িয়ে ৮০ টাকা কেজি বিক্রি করা অস্বাভাবিক। তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেকেই তরমুজ কিনছেন না ।অকারণের দাম বাড়ায় খুব প্রকাশ করছেন ক্রেতারা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে বাজারের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভক্তরা। বুধবার ( ১৩ই )মার্চ বিকেলে কুষ্টিয়া পুরো বাজার এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফারুক হোসেন নামে এক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমি ছাত্রাবাসে থেকে অনার্সে পড়ালেখা করি। রোজা আছি এজন্য তরমুজ কিনতে এসেছি কিন্তু অপরিপক্ক তরমুজ ৮০ টাকা কেজি। একটা তরমুজ কেনার বাজেট নেই এজন্য আজ কিনবো না। রোজার আগে যে তরমুজ ৫০ – ৫৫ টাকা কেজি ছিল, সে তরমুজ রমজানে ৮০ টাকা কেজি। রমজানে অনেক দেশে জিনিসপত্রের দাম কমে আর আমাদের দেশে বাড়ে।