1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ফোকলোর বিভাগের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু টঙ্গীবাড়ীতে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ বরগুনায় পৃথক স্থানে নারী ও যুবকের লাশ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১১জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নগর পিতা হিসেবে ইশরাক হোসেন কে শপথ গহনে আইনি কোনো বাধা নেই সরকারি গাছ কর্তনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে এজাহার মাগুরার শালিখাতে বিনামূল্যে নলকূপ বিতরণ রাজশাহীতে বিজিবির অভিযানে ২৪টি ‘ভারতীয়’ গরু জব্দ, দেশি দাবি করে ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস চার দফা দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন

কুষ্টিয়ায় কলেজ ছাত্রকে মারধরের পর হাত-পা বেঁধে ৪ তলার ছাদ থেকে ফেলে হত্যা

আসাদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরে হাত-পা-মুখ বেঁধে মারধর করে ৪ তলার ছাদ থেকে ফেলে রুবেল হোসেন (২২) নামের এক যুবককে হত্যা করেছে দূবৃত্তরা। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রুবেল হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ছাত্র। কোর্টপাড়া এলাকার বনফুড বেকারির সামনে লাল মিয়ার চারতলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলার মেছে থাকতেন তিনি।

নিহতের পরিবারের সদস্যরা ও তার স্বজনরা বলেন, রুবেলকে গামছা ও দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এটা একটা হত্যাকান্ড। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা নেই।

মেসের দুজন নাম প্রকাশ না করে বলেন, তিনতলায় আমরা নয়জন থাকতাম। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ভবনের নিচ থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পাই। আমরা নিচে গিয়ে দেখি হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় রুবেল পড়ে ছিলো। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । রুবেলের রুমে তিনজন থাকতেন। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটা তারা জানেন না। তবে, ধারণা করা হচ্ছে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে তাকে। তার রুমে হৃদয় ও রাইসুল নামে দুজন থাকেন। তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ওই ভবনের বাসিন্দারা বলেন, চারতলা ভবনের তিনতলায় একটি মেস আছে। সেখানে নয়জন ছেলে বসবাস করত। হাত-পা ও মুখ বাঁধা মুমূর্ষু অবস্থায় রুবেলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এটা একটা হত্যাকান্ড।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০ নম্বর ওয়ার্ডের নার্সরা বলেন, রুবেল নামের রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছিল। ভর্তি করার আধাঘণ্টা পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com