কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ জাহাঙ্গীর আলম সরকার নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক হয়েছে। ১০ এপ্রিল/২৫ ইং বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সন্তোষপুর বোডের হাট বাজারস্থ ইউনিয়ন পরিষদ থেকে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারকে গ্রেফতার করে। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের শাসনামলে সুবিধা নিয়ে নানা অপকর্মের সাথে জড়িত হয়ে ও দলীয় প্রভাব খাটিয়ে প্রভাবশালী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়। গ্রেফতারকৃত ফ্যাসিস্টকে ২৪ এর গণ আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।