1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা ফুলবাড়ীতে আঞ্জুমানে ইত্তেহাদুল ওলামার কমিটি গঠন শ্রীমঙ্গলের হরিনছড়ায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু কিচক আইডিয়াল একাডেমি এসএসসি ফলাফলে উপজেলার সেরা প্রতিষ্ঠান অচল রাকসু নয়, দরকার সক্রিয় প্রতিনিধি পরিষদ’—নেতাদের কণ্ঠে প্রত্যাশা উলিপুরে সৌর বিদ্যুৎ নি‌য়ে বিপা‌কে দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা ডোমারে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা নিধন কার্যক্রমের উদ্বোধন বরগুনায় শহীদ ৮ পরিবারকে জামায়াতের নগদ সহায়তা প্রদান লালমনিরহাট সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১কলেজ ছাত্রী নিহত,৪ কলেজ ছাত্রী আহত উজিরপুরে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের কাছ থেকে চেক ও টাকা ছিনতায়ের ঘটনায় আদালতে মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়সারা রাস্তার কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ দায়সারা ভাবে সম্পন্ন করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। উপজেলা শাহ বাজার হতে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী ২ দশমিক ১ কিলোমিটার সড়ক নির্মাণে এমন অভিযোগ স্থানীয়দের। সড়কটি নির্মাণের সপ্তাহ পার হতে না হতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে,অবকাঠামোগত উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় ১ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে উপজেলার শাহ বাজার হতে নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নির্মাণ করা হয়। সড়ক নির্মাণ প্রকল্পে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও IFAD (International fund for agriculture development). সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করে কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল এন্টার প্রাইজ। শুধু অভিযোগই নয় ক্ষুব্ধ জনতা হাত পায়ের আঙ্গুলের খোঁচায় সড়কের কার্পেটিং তুলে দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এলাকাবাসীরা জানান,সড়কটি দিয়ে আশপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। কাঁচা সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছায়। অবশেষে সড়কটি পাকা করণের কাজ শুরু হলে সবাই খুশি হয়েছিল। কিন্তু দায়সারা ভাবে সড়ক নির্মাণ করায় তাদের খুশি ম্লান হয়েছে। সড়ক নির্মাণের সপ্তাহ না যেতেই বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে যায়। দায়সারা কাজের প্রমাণ ধামাচাপা দিতে আবার বালু ফেলে ঢেকে দেয়া হয়েছে। সড়কটি এ অবস্থায় থাকলে অল্পদিনের মধ্যে সড়কের অবস্থা বেহাল হওয়ার আশঙ্কা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সানাউল কবির লেলিনের মুঠোফোনে একাধিকার ফোন দিলেও তিনি ফোনটা রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মামুনুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, সড়কটির যে যে অংশে কার্পেটিং উঠে গেছে তা ইতিমধ্যে মেরামত করা হয়েছে।গোটা সড়কের নির্মাণ কাজ ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে  পরবর্তীতে যদি সড়কের আরো কোন ত্রুটি দেখা দেয় সেটিও সমাধান করা হবে। ঠিকাদার সড়ক নির্মাণে দায়সারা কাজ করে পার পেয়ে যাবেন,এমন সুযোগ দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com