বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক যুবক। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।রোববার (৪ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিআরসি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠু করতে জেলা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং একাধিক স্তরের তল্লাশি চালায়। পরীক্ষার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এক পরীক্ষার্থীকে সন্দেহজনক মনে করেন। পরবর্তীতে তার পরিচয় যাচাই করে জানা যায়, মোঃ রাশেদুল ইসলাম (রোল নম্বর: ১৭১০১৯৬) নামে এক প্রকৃত পরীক্ষার্থীর জায়গায় বিক্রম মন্ডল (২৩), পিতা: বিশ্বনাথ মন্ডল, গ্রাম: কামারধা, থানা: পেরশা, জেলা: নওগাঁ—পরীক্ষায় অংশ নিতে এসেছেন। ঘটনাটি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি মোঃ বজলার রহমান জানান, “মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। কোনো ধরনের প্রতারণা বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। আজকের ঘটনাই তার প্রমাণ।”