কুড়িগ্রামে বেড়েছে পিয়াজের ও মরিচের দাম,আজ২০শে এপ্রিল ২০২৫ইং রবিবারএ চিত্র দেখা গেছে কুড়িগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার কুড়িগ্রাম জিয়া বাজারে।সরেজমিন পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সেখানকার পিয়াজ ব্যবসায়ী শ্রী ভোলা মিয়া(৪৫) জানান যে, গত সপ্তাহে ছিল পিয়াজ খুচরা ৩৫ থেকে ৪০টাকা,যা চলতি সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা। কারণ হিসাবে তিনি জানান যে, চলতি সপ্তাহে পিয়াজ ও মরিচের আমদানি কম থাকায় দাম পাইকারি এবং খুচরা বাজারে দাম বেড়েছে। আর এক মরিচ ব্যবসায়ী মোঃ ছামিউল আলম বলেন, চলতি সপ্তাহে অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় মরিচের উৎপাদন কমেছে, ফলে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে,তবে গত বছরের চেয়ে এ বছর বহুগুনে কমেছে,,কুড়িগ্রাম জিয়া বাজারের এক ক্রেতা মোছাঃ আফরোজা বেগম জানান যে পিয়াজ ও মরিচের দাম কিছুটা বেশি হলেও গত বছরের চেয়ে চলতি বছরে দ্রব্য মুল্যের দাম কম থাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বর্তমান সরকার যদি চালের দাম কমে দেয়, তাহলে আমাদের মত খেটে খাওয়া মানুষের জন্য খুবই উপকার হবে বলে আমি মনে করি।