৯ই জুলাই (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও ভূমিহীন আন্দোলন বাংলাদেশের ডাকে, নদী ভাংগনে মালিকানা জমি খাস খতিয়ানে রেকর্ডের প্রতিবাদে এক বিক্ষোভ ও কৃষক সমাবেশ অনুস্টিত হয়।
রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কুড়িগ্রাম জেলার আহবায়ক জনাব মোঃআরিফুল ইসলামের সভাপতিত্ত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিহীন আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি, রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ঢাকা জেলার আহবায়ক মোঃ লিটন কবিরাজ, ভূমিহীন আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার আহবায়ক জনাব মোঃ আব্দুল হামিদ, ভূমিহীন আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলার সদস্য সচিব মোঃ আশরাফুল আলম,সহ বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, মোঃএরশাদুল হক,ও মোঃ রফিকুল ইসলাম সহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ভূমিহীন ও কৃষক বিরোধী সমস্ত কালো আইন বাতিল করতে হবে। নদী ভাংগনের জমি খাস খতিয়ানে না নিয়ে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে হবে। সমস্ত সরকারি খাস জমি, প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করতে হবে এবং অনতিবিলম্বে ভূমি ও কৃষি কমিশন গঠন করতে হবে। তা না হলে পরবর্তিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এবং আগামী ২৬শে জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশের আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি করা হয়।