1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় চার্জশিট বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে বিষপানে মেয়ের আত্মহনন সাবেক রিক্সা চালক কালু মেম্বারের চাঁদাবাজি, ককটেল হামলা, আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি, ফিল্ম স্টাইলে বনে গেছেন কোটিপতি গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত গণহত্যায় জাতীয়তাবাদী ছাএদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে প্রশাসন বিদেশী পর্যটকরা বাবু ডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেন শিক্ষক পরিষদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন কলাপাড়ায় হত্যার আলামত সাজিয়ে এক গৃহবধূ প্রেমিকের সাথে উধাও নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরায় যোগদান উপলক্ষে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা সাভারে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২

কুড়িগ্রামে মানষিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানষিক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে। ওই এলাকার পঞ্চাশার্ধো এক মানষিক প্রতিবন্ধী নারীকে মাছ দেয়ার লোভ দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)। ভূট্টা ক্ষেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ধর্ষণের শিকার নারীর ছোট ভাই আবু বকর লাভলু জানান, জন্ম থেকেই তার বোন মানষিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়েসাদী হয়নি। বাড়িতেই থাকেন তিনি। বাড়ির পাশে ধরকার বিল নামের একটি বিল রয়েছে। সেখানে প্রতিদিন জেলেরা মাঝ ধরে। সেখানে আমার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালে সে একই কারণে বিলের ধারে যায়। এসময় বাবর আলী ওই বিলে মাছ ধরছিলো। বাবর আলী আমার বোনকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের পাড়ের একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তিনি আরও জানান, এসময় ক্ষেতে পানি দিতে গিয়ে এ দৃশ্য দেখে ফেলে ক্ষেতের মালিকের ছেলে। পরে ক্ষেতের মালিক সেকেন্দার আলী ধর্ষক বাবর আলীকে আটক করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে আর ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com