1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩জুলাই) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ওসি (ডিবি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার একটি চৌকস দল। তারা জানতে পারেন, শিউলী বেগম তার নিজ বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. বজলার রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রি করত—এমন তথ্য প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ওই মাদক কারবারির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com