কুয়াকাটা সৈকতে গোসলে নেমে সোহেল রানা (৪৫) নামের এক পর্যটক সাগরে ডুবে যাওয়ার সময় সৈকতে কর্মরত ফটোগ্রাফাররা তাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করেছে। আজ সোমবার (৭জুলাই) বিকেলে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য বয়সী ওই পর্যটক গোসল করতে সৈকতে আসেন। তিনি পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন। এক পর্যায়ে তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই স্রোতের তোড়ে ভেসে যাচ্ছিলেন।তাৎক্ষণিক সৈকতে থাকা ২জন ফটোগ্রাফার পানিতে নেমে তাকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করেন। ট্যূরিস্ট পুলিশের সহায়তায় তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। ওই পর্যটকের মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্যে তার নাম সোহেল রানা এবং তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মোঃ রিয়াজ হোসেন জানান , বিকেলে অতিরিক্ত মদ্যপান করা সোহেল রানা নামের এক পর্যটক হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিকেলে মদ্যপ অবস্থায় এক পর্যটককে সৈকত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।