নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম – উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে । এ সময় চারটি ফার্মেসি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় কেন্দুয়া পৌরসভার ডাকবাংলো রোডে এ অভিযান পরিচালনা ও অর্থদণ্ড প্রদান করেন তিনি ।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে ড্রাগ লাইসেন্স ব্যতীত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে চারটি ফার্মেসি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।
এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পুলিশ ফোর্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, আইন লঙ্ঘন করায় চারটি (৪) ফার্মেসি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে । এমন অভিযান অব্যাহত থাকবে ।