নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেন্দুয়া উপজেলার অবৈধ ইটভাটা পরিচালনা সম্পর্কিত সংবাদ “অনুমোদনহীন ১০টি ভাটায় পরিবেশের বারোটা” গণমাধ্যমে প্রকাশ হলে জনস্বার্থে এইচআরপিবি একটি রীট দায়ের করে।
সোমবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে অবৈধ্য ইটভাটা বন্ধের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও আদালত অবৈধ ইটভাটা পরিচালনার সাথে জড়িত ব্যক্তিদের নামের তালিকা প্রদানের নির্দেশও দিয়েছেন। আদেশ প্রাপ্তির দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।এছাড়াও অবৈধ ইটভাটা পরিচালনা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
শুনানীতে রিটকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটা হতে আগত ধোয়া বায়ু দূষণ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ। আইনে লাইসেন্সবিহীন কোনো ইটভাটা পরিচালনা করলে তাদের শাস্তির বিধান রয়েছে। কিন্তু প্রশাসন কোনো ব্যাবস্থা না নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।