নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম গত ২ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। ১১ দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই অবস্থায় তার পরিবারকে শান্তনা দিতে এবং অনতিবিলম্বে তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে শুক্রবার শামীমের গ্রামের বাড়ি গন্ডা ইউনিয়নের মনকান্দায় ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সদস্য,নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব কেন্দুয়া- আটপাড়ার মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি ও ৫ নং গন্ডা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি শামীমের পরিবারের সঙ্গে কথা বলেন,তাদের কষ্টের কথা শুনেন। শামীমের পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে কেমন করে দিন কাটাচ্ছেন, সেই কান্না তার হৃদয়কে স্পর্শ করেছে। তিনি তাদের আশ্বাস দিয়ে বলেছেন,শামীমের এই অনিশ্চয়তার মধ্যে তারা একা নন। হিলালী সাহেব আছেন,তার দল আছে তাদের পাশে।
এসময় তিনি আবেগ তাড়িত হয়ে বলেন,শামীমের সঙ্গে রাজনীতির পথে আমার কত দুঃখ-কষ্টের- সংগ্রামের, হাসি-কান্নার স্মৃতি জড়িয়ে আছে। আমাদের রাজপথের একেকটি মুহূর্ত আজ ভেসে উঠছে চোখের সামনে। শামীম শুধু একজন ছাত্রনেতা ছিলেন না, এলাকার তরুণ সমাজের সাহস ও অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক ছিলেন। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া শুধু তার পরিবার নয়, আমাদের রাজনৈতিক পরিবারকে বিপর্যস্ত করে দিয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি,তাকে খুঁজে বের করুন, সুস্থ্য অবস্থায় ফিরিয়ে দিন।
অন্যথায় আমাদের কোনো বিকল্প থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। হৃদয়ের গভীর থেকে আল্লাহর দরবারে প্রার্থনা জানাই—আল্লাহ, তুমি তো সহানুভূতির মালিক, তুমি তো ফিরে দেওয়ার ক্ষমতা রাখো, শামীমকে ফিরিয়ে দাও। তার পরিবারের কান্না থামুক, বুকের হাহাকার মুছে যাক। আমরা যেন তাকে আবার দেখতে পাই।