কেন্দুয়ায় মানববন্ধন গৃহবধূ হত্যা বিচার দাবিতে
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
-
৬
বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় গৃহবধূ ফারজানা আক্তার শান্তর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে সোমবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, নিহতের স্বজন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন নিহত ফারজানার বাবা জুয়েল ভূঞা, চাচা গোলাম মোস্তফা ভূঞা মোকন, দেলোয়ার হোসেন ভূঞা, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান খান মহসিন, সান্দিকোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, বিএনপি নেতা আবুল বাসার, যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজাহান কবীর, মাতৃচায়া একাডেমির পরিচালক মাওলানা আলমগীর হোসেন, হলিচাইল্ড কিন্ডার গার্টেনের পরিচালক ইলিয়াস কাঞ্চন সুজন, নিউ সান রাইজ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ভূঞা বাদল প্রমুখ। উল্লেখ্য, ১৫ নভেম্বর শেরপুর জেলা শহরের গরুহাটি এলাকায় ভাড়া বাসায় ফারজানা আক্তার শান্তাকে গলাটিপে হত্যা করে সদর হাসপাতালে রেখে স্বামী নওশাদ আলম মুরাদ পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা জুয়েল ভূঞা থানায় মামলা করেন। এ হত্যা পর থেকে মুরাদ পলাতক রয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ