কমবেশি সবারই জানা, বাংলাদেশে মোট আসন ৩০০টি। তাই জাতীয় নির্বাচনে ভোট হবার কথা তিনশ’ আসনেই। কিন্তু কেন এবার ২৯৯ আসনে ভোট হচ্ছে? একটি আসনের সমস্যা কী?
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের যাবতীয় কার্যক্রম বাতিল ঘোষণা করেছে কমিশন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরপিও অনুযায়ী ওই আসনটিতে ভোট না করার সিদ্ধান্ত হয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, আসনটিতে আবার তফসিল ঘোষণা করা হবে। বর্তমানে বৈধ প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। আবারও তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে।
আসনটিতে নতুন করে কবে ভোট নেয়া হবে, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এবার ২৯৯ আসনে প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৭৩ জন। ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন। এবার ৮৪৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।