পটুয়াখালীর গলাচিপায় “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় গলাচিপা সরকারি কলেজ মাঠে কলেজ ছাত্রদলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুলের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, বিএনপি’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা শাখার ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর শাখার ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।